রংপুর মেডিকেলে নতুন করোনা ইউনিট চালু

রংপুর মেডিকেলে নতুন করোনা ইউনিট চালু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ৫০ শয্যার নতুন একটি ইউনিট হলো। সোমবার থেকে এটি চালু করা হয়েছে। সেই সঙ্গে রোগীও ভর্তি হচ্ছে।

সোমবার (৫ জুলাই) রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূর উন নবী লাইজু গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের পূর্ব দিকে চারতলায় এই নতুন ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকছে।

আরও জানা যায়, বর্তমানে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় রংপুরে করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের ১০০ শয্যায় সব সময় রোগী ভর্তি থাকছে। সেখানে নতুন করে রোগী ভর্তি নিতেও পারছে না। এমন এক উদ্ভূত পরিস্থিতিতে মেডিকেলে এই নতুন ইউনিট করা হলো।

করোনা ডেডিকেটেড হাসপাতালে তত্ত্বাবধায়ক এস এম নূরুন নবী গণমাধ্যমে জানিয়েছেন, ‘১০০ শয্যার পুরোটাই করোনা রোগী ভর্তি থাকছে। এসব রোগীর মধ্যে বর্তমানে ১৫ জন রোগীর আইসিইউ সাপোর্ট দরকার। কিন্তু শয্যা রয়েছে ১০টি। আইসিইউ সাপোর্ট পাওয়া এই অতিরিক্ত রোগীদের জন্য আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা