১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)। পদসংখ্যা ৪টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদসংখ্যা ২টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)। পদসংখ্যা ১২টি। চাকরির গ্রেড ১০। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুর প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৪. পদের নাম : উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদসংখ্যা ২টি। চাকরির গ্রেড ১০। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৫. পদের নাম : উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)। পদসংখ্যা ১টি। চাকরির গ্রেড ১০। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
বয়স: ২০২১ সালের ১ জুন প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নম্বর পদের জন্য ১০০০ এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ৭০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।