বুধবার (১৪ জুলাই) বিএসইসি তদন্ত কমিটি গঠনের আদেশ জারি করেছে।
সূত্র মতে, কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির অতিরিক্ত পরিচালক মো. কাউসার আলীকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ ও যুগ্ম পরিচালক মো. রকিবুর রহমান। কমিটিকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
কমিটি বানকো ফাইন্যান্সের পাশাপাশি এই কোম্পানির মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৯ কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখবে।
উল্লেখ, গত মাসের শুরুর দিকে বানকো সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ৬৬ কোটি টাকার ঘাটতি ধরা পড়ে। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে থাকা গ্রাহকদের টাকা থেকে ৬৬ কোটি টাকা এর মালিকরা সরিয়ে নিয়েছেন। সন্দেহ করা হচ্ছে, এই টাকার একটি অংশ দিয়ে নতুন নতুন কোম্পানির স্পন্সর হয়েছেন তারা, যার মধ্যে দুটিকে পুঁজিবাজারে নিয়ে আসারও পরিকল্পনা করা হচ্ছে।
বানকো সিকিউরিটিজে জালিয়াতি ধরা পড়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ব্রোকারহাউজটির লেনদেন বন্ধ করে দেয়। পাশাপাশি এর মালিকপক্ষের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করে। এরই মধ্যে গত ৩০ জুন ভোরে বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিত গোপনে ইংল্যান্ড চলে যাওয়ার চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। দুর্নীতি দমমন কমিশন তাকে আটক করে।
অন্যদিকে ডিএসইর অনুরোধে বাংলাদেশ ব্যাংক বানকোর স্বার্থ সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে।