সূত্র মতে, এর আগে কোম্পানিটির নারায়নগঞ্জের কারখানায় ২১ জানুয়ারি অগ্নিকান্ড ঘটে। এরপর থেকে কোম্পানির উৎপাদন বন্ধ ছিল।
আগুনে কারখানাটির ব্লো রুম, কাডিং, ড্রইং, সিমপ্রেকত্স অটো কোন, জেনারেটর, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং, শেড এবং গুদামের ব্যাপক ক্ষতি হয়। প্রায় চার ঘণ্টা ফায়ার সার্ভিসের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভায়।
পুঁজিবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বর্তমানে 'বি' ক্যাটাগরিতে লেনদেন করছে।