সূত্র মতে, বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। অর্থাৎ ৫ বছর পর ৫শ কোটি টাকার বন্ডটির আকার হবে সাড়ে ৭শ কোটি টাকা। নগদের বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- রিডেমেনবল, নন-কনভার্টেবল অ্যান্ড জিরো কুপন বন্ড।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, নগদ বন্ডের মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছে। আমরা আবেদনটি যাচাই করছি। সব কিছু ঠিক থাকলে অনুমোদন দেওয়া হবে
কুপন বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটিতে ৩০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ রয়েছে।