করোনায় আক্রান্ত হয়ে সার্বিয়ার পরিবেশ মন্ত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সার্বিয়ার পরিবেশ মন্ত্রীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলকান রাষ্ট্র সার্বিয়ার পরিবেশ প্রতিমন্ত্রী ব্রানিসল্যাভ ব্রাজিক। দেশটির প্রথম সরকারি শীর্ষ কর্মকর্তা হিসেবে করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন এই মন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সার্বিয়ার প্রখ্যাত ডানপন্থী রাজনীতিক ব্রাজিক বর্তমানে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল প্রোগ্রেসিভ পার্টির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯০ সালের শেষের দিকে তিনি দেশটির পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কয়েক বছর আগে তিনি আবারও একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সর্বশেষ মৃত্যুর আগেও তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশটিতে গত কয়েকদিনে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঘটেছে। এর মাঝেই সরকারের শীর্ষ এই মন্ত্রীর প্রাণহানির খবর এল।

সার্বিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত এক হাজার ৬০ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে জরুরি অবস্থা চলমান রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়