খবরে বলা হয়, পূর্বে সরকারি হিসাবে এ ধরনের উপসর্গহীন রোগীদের সংখ্যা বাদ পড়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটি অনুসাররে, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি। আক্রান্তের দিক দিয়ে একক দেশ হিসেবে চতুর্থ স্থানে রয়েছে দেশটি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেহেতু উপসর্গহীনদের বাদ রাখা হয়েছে এতদিন, তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো বহু বেশি হতে পারে।
বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় ১ লাখ ৯০ হাজার। ১ লাখ ৫ হাজার ৭৯২ জন আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। তৃতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ছাড়িয়েছে।