জুলাইয়ে রাজশাহী বিভাগে সর্বনিম্ন মৃত্যু ও সংক্রমণ

জুলাইয়ে রাজশাহী বিভাগে সর্বনিম্ন মৃত্যু ও সংক্রমণ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণ নিয়েছে করোনা। চলতি জুলাইয়ে বিভাগে করোনার সর্বনিম্ন প্রাণহানি এটি। একই দিনে বিভাগে করোনা ধরা পড়েছে ২৪২ জনের। চলতি জুলাইয়ে এক দিনে করোনা সংক্রমণের রেকর্ডও এটি।

এ পর্যন্ত বিভাগে করোনা ধরা পড়েছে ৭৬ হাজার ৬৬৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ১৯৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৭৯৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, ১ জুলাই ১৭ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৯ জন, ৪ জুলাই ৮ জন, ৫ জুলাই ১২ জন, ৬ জুলাই ২৪ জন, ৭ জুলাই ১৪ জন, ৮ জুলাই ১১ জন, ৯ জুলাই ২২ জন, ১০ জুলাই ১০ জন, ১১ জুলাই ২৩ জন মারা গেছেন।

এছাড়া ১২ জুলাই ২১ জন, ১৩ জুলাই ২২ জন, ১৪ জুলাই ১২ জন, ১৫ জুলাই ১৭ জন, ১৬ জুলাই ৮ জন, ১৭ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ১৬ জন, ১৯ জুলাই ১২ জন, ২০ জুলাই ৯ জন এবং ২১ জুলাই ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৭ জন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

এছাড়া পাবনায় ৬৪, বগুড়ায় ৩৭, রাজশাহীতে ২৭, চাঁপাইনবাবগঞ্জে ১৬ এবং নওগাঁয় একজনের করোনা ধরা পড়েছে। এই এক দিনে নাটোর ও জয়পুরহাটে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ১৯৭ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩ জন, নাটোরে দুজন এবং রাজশাহীতে একজন প্রাণ হারিয়েছেন। এই দিন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বগুড়ায় ৫১৪, রাজশাহীতে ২১৪, চাঁপাইনবাবগঞ্জে ১৩১, নওগাঁয় ১১৪, নাটোরে ৯৯, সিরাজগঞ্জে ৪৭, জয়পুরহাটে ৪৬ এবং পাবনায় ৩২ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ৫৩৩ জন। একই দিনে হাসপাতালে এসেছেন ১০৪ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ হাজার ৪৩৬ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট