শনিবার (৩১ জুলাই) বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকার নিবন্ধন শেষ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল রোববার (১ আগস্ট) গণমাধ্যমে নিবন্ধন-সংক্রান্ত তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার নিবন্ধনের শেষ দিন পর্যন্ত ১৯ দিনে ২৩ হাজার ৬৬৫ শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারী শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৯৮৯ জন যাবেন চীনে। কানাডায় যাবেন ২ হাজার ৯৫৫ জন। ২ হাজার ১১০ জন যাবেন যুক্তরাজ্যে। ভারতে যাবেন ১ হাজার ৮৯৬ জন। ১ হাজার ৪৬০ জন যাবেন জার্মানিতে। মালয়েশিয়ায় যাবেন ১ হাজার ৩১০ জন। ৯৯৮ জন যাবেন জাপানে। যুক্তরাষ্ট্রে যাবেন ৭০৫ জন।
বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য গত ১৩ জুলাই থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন শুরু হয়।
বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন যাচাই শেষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। তারপর শিক্ষার্থীরা সুরক্ষা আ্যপে নিবন্ধন করে টিকা নিচ্ছেন।