রোববার (১ আগস্ট) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। অনেক মানুষ রাজধানীতে আসছেন। যাত্রীদের সুবিধার্থে লঞ্চ চলাচলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বত্র লঞ্চ চলাচল করবে।
এর আগে লকডাউনের মধ্যে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এসব কারখানায় সব শ্রমিক যোগ দিতে পারেনি। শিল্প কারখানায় ফেরার সুবিধার্থে ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।
এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানিয়েছিল, কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।