করোনায় ১৮০ চিকিৎসকের মৃত্যু

করোনায় ১৮০ চিকিৎসকের মৃত্যু
কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে দুদিনের আরও ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে চিকিৎসকের মৃত্যু সংখ্যা ১৮০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা।

আগের দিন সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ডা. জাকিয়া রশীদের (শাফী) মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

১ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ডা. শামীম আহমেদ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তার অবস্থা খুবই জটিল ছিল। দুবার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

৫০ বছর বয়সি ডা. শামীম আহমেদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে বিএমএ জানিয়েছে।

৪৬ বছর বয়সি ডা. জাকিয়া রশীদ ঢাকা মেডিক্যাল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে বিএমএ।

এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিএমএর হিসাবে করোনাভাইরাস মহামারি শুরুর পর গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান প্রথম চিকিৎসক হিসেবে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু