সূত্র মতে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৮৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, দর কমেছে ১৬০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮২৫ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৫০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, দর কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৩ হাজার টাকা।