সূত্র মতে, সোমবার লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের ৯.৭০ শতাংশ, আইপিডিসির ৮.৯৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৮ শতাংশ, আইএলএফএসএলের ৭.৩১ শতাংশ, আইএফআইসির ৭.২৮ শতাংশ, বে লিজিংয়ের ৬.৮৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৮১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.১৮ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর ৬.০৪ শতাংশ বেড়েছে।