সূত্র মতে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিটি শেয়ার ১০ টাকায় ক্রয় করে বিনিয়োগকারীরা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের ১০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৮৬ শতাংশ, মিরাকলের ৯.৮৪ শতাংশ, কপারটেকের ৮.১০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮.০২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৬.৯৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬.৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৪০ শতাংশ এবং এপোলো ইস্পাতের শেয়ার দর ৫.৩৪ শতাংশ বেড়েছে।