বুধবার (১১ আগস্ট)বিএসইসির ৭৮৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে, শেষবারের মতো শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বিএসইসি ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ অর্থ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ভবিষ্যতে কখনো এ ধরণের আবেদন গ্রহণ করা হবে না।