সূত্র মতে, প্রথম কার্যদিবস সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৭ শতাংশ, রিং শাইনের ৯.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১১ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯.০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৯৬ শতাংশ, আইপিডিসির ৮.৭৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৭.৫৩ শতাংশ বেড়েছে।