শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ জেলায় দুইজনের মৃত্যু হল।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হল।”
ওই ব্যক্তি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, ‘ওই এলাকা ডকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউন এলাকায় ৩শ’ বাড়ি রয়েছে। এ এলাকা থেকে কেউ বের হতে পারবে না, কেউ আসতেও পারবে না। তারা পুলিশ পাহারায় থাকবে।’
তাদের প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করবে প্রশাসন বলেও জানান তিনি।
এ বিষয়ে জেলা করোনাভাইরাস বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে কাশিপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। আইইডিসিআর-এ পরীক্ষায় মৃত ওই রোগীর করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে দুপুরে আইইডিসিআর এ তত্ত্বাবধানে রাজধানীর খিলগাঁও কবরস্থানে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।
ইউএনও নাহিদা বারিকের নেতৃত্বে লকডাউনকালে উপস্থিত ছিলেন উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী।