গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৬৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৬ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫২ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৫৯ টাকা ৩০ পয়সা । আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমে ৯ টাকা ৪০ পয়সা বা ১৩ দশমিক ৬৮ শতাংশ।
অবশ্য এই দাম কমার আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় চার মাস ধরে বাড়ে। গত ১৮ মার্চ কোম্পানিটির শেয়ার দাম ছিল ২৯ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের দাম ৭০ টাকা ২০ পয়সায় উঠে যায়।
এদিকে দাম কমে যাওয়ার পরও গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা।
প্রাইম ইন্স্যুরেন্সের পরই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এমারেল্ড অয়েল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৬৯ শতাংশ। ৯ দশমিক ৬৩ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ৯ দশমিক ৫৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৯৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৮ দশমিক ৮২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৫১ শতংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩০ শতাংশ এবং পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৫ শতাংশ দাম কমেছে।