বুধবার (১৮ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর জেলার ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য ৮টি অক্সিজেন সিলিন্ডার, ৪ হাজার মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও বিতরণ করা হয়।
এদিন বেলা ১১টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাড. জেসমিন সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিম সরোয়ার, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি জেসমিন সুলতানা, চাঁদপুর বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক সরকার, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. রুহুল আমিন সরকার, সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সহ-সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান, সহ-সম্পাদক মো. জিসান মাহমুদ প্রমুখ।
ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাড. জেসমিন সুলতানা বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার খবর শুনে আমরাও ব্যথিত হয়েছি। তাই এমন পরিস্থিতিতে চাঁদপুরের আইনজীবী হিসেবে তথা চাঁদপুরবাসীর পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছি। আজকে আমরা ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে চাঁদপুরের আইনজীবীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি।
এসময় চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড বিনয় ভূষণ মজুমদার, সরকারি কৌশলী অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আল মামুন, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সহ-সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন দুলাল, সহ-সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ, অ্যাড. মো. শফিকুজ্জামান সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আহসানুল হক টিটু, ক্রীড়া সম্পাদক অ্যাড. খালেদ মোশারফ রিপন, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. ইমরান হোসেন রুমেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদস্য অ্যাড. বিল্লাল হোসেন লিজনসহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।