এ নিয়ে ফরিদপুরে শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৮২ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত পাঁচজনের মধ্যে ফরিদপুরের তিনজন, গোপালগঞ্জের একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন।
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৬৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় একজন, ভাঙ্গায় ১৪, বোয়ালমারীতে দুই, নগরকান্দায় এক, মধুখালীতে আট, সদরপুরে ছয়, চরভদ্রাসনে দুই এবং ফরিদপুর সদরে ৩১ জন রয়েছেন। বাকি পাঁচজনের শনাক্ত হয়েছে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার (২০ আগস্ট) পর্যন্ত রোগী রয়েছেন ১২৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৯৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন নয় জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮৭ জন।