সূত্র মতে, বৃহস্পতিবার সাউথবাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৮.৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাউথবাংলা ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ৭.৯০ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭.০৪ শতাংশ, ইমাম বাটনের ৬.৩৪ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৬.১৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.১০ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.৫৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.২১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.১২ শতাংশ এবং আইপিডিসির শেয়ার দর ৪.৮৭ শতাংশ কমেছে।