আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার

আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। একই সঙ্গে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।

আফগানিস্তানের জনগণের পাশাপাশি আফগানিস্তানে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেখানে আটকে থাকা প্রায় ২০ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশের নাগরিকসহ সব বিদেশি নাগরিকের নিরাপদ প্রস্থান সহজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ অবশিষ্ট বিদেশি নাগরিকদের প্রত্যাবর্তন প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়। আমরা আশা করছি, অনুকূল পরিবেশ তৈরি হলে উন্নয়নকর্মীরা আফগানিস্তানে ফিরে যেতে পারে। বাংলাদেশ এই সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায়। শিগগিরই আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু