করোনাকালীন বিধিনিষেধের কারণে মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ নেই দর্শকদের। ঘরে বসে টিভির পর্দায় দেখবে হবে খেলা।
খেলা দেখা যাবে দেশের তিনিটি টেলিভিশন চ্যানেলে। দেশের একমাত্র ক্রীড়া ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বিটিভি। অনলাইনে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল ও র্যাবিটহোলস্পোর্টসে খেলা দেখা যাবে।
আর আগের অস্ট্রেলিয়ার সিরিজ দেশটির কোনো সম্প্রচার সংস্থা স্বত্ব কেনেনি। এতে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের। নিউ জিল্যান্ড সেই পথে হাঁটেনি। নিউ জিল্যান্ডের দর্শকরা খেলা দেখতে পাবেন স্পার্ক টিভিতে।
এই সিরিজের ম্যাচগুলো হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুরু হবে বিকেল ৪টায়।