ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার প্রাইম ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৬ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
এদিন দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে আছে মেট্রো স্পিনিং। আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৩ দশমিক ১৭ শতাংশ, জাহিনটেক্সের ২ দশমিক ৮০ শতাংশ, লাফার্জহোলসিমের ২ দশমিক ৭২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২ দশমিক ৭১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২ দশমিক ৬৫ শতাংশ, মিরাকলের ২ দশমিক ৫৮ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের শেয়ার দর ২ দশমিক ৫৭ শতাংশ কমেছে।