ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৪ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৪ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৭০ পয়সা বা ২৮ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ৮২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ২১ দশমিক ১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ২০ দশমিক ৯৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ০৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১৮ দশমিক ৮৬ শতাংশ, নর্দার্ণ জুটের ১৮ দশমিক ১১ শতাংশ, সমতা লেদারের ১৮ দশমিক ০৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭ দশমিক ০১ শতাংশ এবং বিডি অটোকার্সের শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।