রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৯৪ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।