ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৫৯ হাজার ১১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শাহজিবাজার পাওয়ার ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেনেক্স ইনফোসিস ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এসিআই, একমি ল্যাব, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপেক্স ফুডস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, দেশ গার্মেন্টস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ই-জেনারেশন, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, আইসিবি, আইডিএলসি ফিন্যান্স, ইফাদ অটোস, ইন্টারন্যাশনাল লিজিং, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামী ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, এমআই সিমেন্ট, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড, নূরানী ডাইং, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পেপার প্রোসেসিং, ফার্মা এইডস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, আরডি ফুড, রিজেন্ট টেক্সটাইল, রেনেটা, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়