সোমবার ডিএসইতে ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৩ কোটি ১৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৫ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।