মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটি মার্চেন্ট ব্যাংকিং পরিচালনা করার জন্য এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হবে।
ব্যাংক সূত্রে মতে আরও জানা গেছে, এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দুটির অনুমোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা করে ও পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা করে।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ আগস্ট দেশের উভয় পুঁজিবাজারে অভিষেক হওয়া সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের লেনদেন। বর্তমানে ‘এন’ ক্যাটাগরিভুক্ত সাউথবাংলা ব্যাংকের লেনদেন চলছে। এর আগে গত ৯ আগস্ট সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার পাঠানো হয়।