জানা গিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া–সহ একাধিক জায়গার পাশাপাশি ভূমিকম্পে কেঁপে ওঠে দুর্গাপুর এবং আসানসোলও। লকডাউনে ভূমিকম্প হওয়ায় বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় মানুষকে। তার পর আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে বাড়িতে ঢুকতে হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাঁকুড়ার শালতোড়া এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিমি নীচে অনুভূত হয়েছে এই কম্পন।
উল্লেখ্য, গত একবছরে বাঁকুড়া, পুরুলিয়ায় একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত একবছরে এই অঞ্চলের কম্পনের প্রবণতা বেড়ে যাওয়ায় চিন্তিত বিশেষজ্ঞরা।