সূত্র মতে, আগের কার্যদিবস মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিকের ৯.৯৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৯৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৮.৯০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৮.৭৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৭৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪২ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.২৪ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.১০ শতাংশ বেড়েছে।