২৪ ঘণ্টায় টিকা নিলেন সাড়ে ৫ লাখের বেশি মানুষ

২৪ ঘণ্টায় টিকা নিলেন সাড়ে ৫ লাখের বেশি মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে গণটিকাসহ সর্বমোট টিকা নিয়েছেন আরও পাঁচ লাখ ৬১ হাজার ৭৬৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২০ হাজার ১২৩ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৪১ হাজার ৬৪৩ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতা মধ্যে পুরুষ এক লাখ ১৩ হাজার ৪৯১ জন ও নারী এক লাখ ছয় হাজার ৬৩২জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৮৪ হাজার ১৫৮ জন ও নারী এক লাখ ৫৭ হাজার ৪৮৫ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা তিন কোটি ৪২ লাখ ৬১ হাজার ৫৩৯ জন। এছাড়া টিকা নেওয়ার জন্য আজ (১১ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নিবন্ধন করেছেন চার কোটি নয় লাখ ২২ হাজার ৪৪৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করেন চার কোটি তিন লাখ ৭৯ হাজার ৮৪৮ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেন পাঁচ লাখ ৪২ হাজার ৫৯৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু