শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় আজ (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘ক্লাসে ফিরতে পারায় সবার মাঝে উত্তেজনা দেখা যাচ্ছে। তবে, কেবল করোনা ভাইরাসই নয়, ডেঙ্গুও এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু ছড়ায় দিনের বেলা। শিক্ষার্থীরা এসময় স্কুলে থাকায় অভিভাবকরা চিন্তিত। শিক্ষার্থীদের উচিত হবে ফুলহাতা জামা ও মোজা পরা।’’
দীপু মনি আরও বলেন, ‘‘আমরা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ড্রেস কোডের বিষয়ে নমনীয় হওয়ার আহ্বান জানাচ্ছি কেননা, অনেক শিক্ষার্থীর ইউনিফর্মই হয়তো ছোট হয়ে গেছে। নতুন পোশাকের ব্যবস্থা করতে সময়ের প্রয়োজন হতে পারে।’’
দীপু মনি বলেন, ‘শুধু সংক্রমণের হার নয়; আমাদের অন্য বিষয়গুলোও বিবেচনায় নিতে হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক-মানসিকসহ নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এসব মাথায় নিয়েই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি। করোনার সঙ্গে হয়তো আমাদের আরও অনেক দিন বসবাস করতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে মন্ত্রণালয় প্রদত্ত প্রতিদিনের চেকলিস্ট প্রতিবেদন জমা দিতে হবে।
অভিভাবকদের স্কুলের সামনে জড়ো না হয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আরও সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি।
৫৪২ দিন পর আজ খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। আনন্দ ও শঙ্কার মাঝেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের মধ্য দিয়ে শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা।