রোববার (১২ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, রোববার দুপুরে বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে ৩টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে ওপরে তোলেন। এ সময় বাসের ভেতর ও নিচ থেকে চাপা পড়া অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাসের হেলপার মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামের মামুন হোসেন (৩০)। দুই নারী নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)। নাজমা খাতুন শালিখার অনসার সর্দারের মেয়ে। সহিরুন বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।