ইউরেশিয়ান ইউনিভার্সিটিস ইউনিয়নের বোর্ড সদস্য হলেন ড. সবুর খান

ইউরেশিয়ান ইউনিভার্সিটিস ইউনিয়নের বোর্ড সদস্য হলেন ড. সবুর খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ইউরেশিয়ান ইউনিভার্সিটিস ইউনিয়নের (ইউরাস) সম্মানিত বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। ইউরাসের বোর্ড সদস্য নির্বাচিত হওয়ার ফলে ড. সবুর খান এখন থেকে উচ্চশিক্ষা খাতে বৈশ্বিক পরিসরে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের নেটওয়ার্ক গড়ে তোলা, লক্ষ্য নির্ধারণ করা, প্রচার ও প্রসার করা, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় সাধন করা এবং ইউরাসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিশ্বজুড়ে কাজ করতে পারবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৭ সাল থেকে ইউরাসের সদস্য। ইউরাস উচ্চশিক্ষাখাতে উন্নয়ন সাধনের জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংস্কৃতি বিনিময় ও আন্তর্জাতিকীকরণ নিয়ে কাজ করে থাকে। বর্তমানে ইউরাসের সদস্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৫০টি। বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপ, বলকান, ককেশাস, মধ্যপ্রাচ্য এবং সমগ্র এশিয়ায় অবস্থিত। ইউরেশিয়ান অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান ও বৈশ্বিক সুবিধা নিয়ে কাজ করছে ইউরেশিয়ান ইউনিভার্সিটিস ইউনিয়ন (ইউরাস)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি