সোমবার (১৩ সেপ্টেম্বর) বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই নির্দেশ দিয়েছে।
কোম্পানিগুলো হলো-তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং মুন্নু ফেব্রিকস।
গত তিন মাসের ব্যবধানে কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর বেড়ে দাড়ায় ১ হাজার ২৪৯ শতাংশ। এছাড়া তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ১ হাজার ৪০৩, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ৩৪৮ এবং মুন্নু ফেব্রিকসের ১৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
বিএসইসির নির্দেশনায় গত ১৩ জুন ওটিসি থেকে ফেরা ৪টি কোম্পানির শেয়ার লেনদেন মূল মার্কেটে শুরু হয়। যার পর থেকেই টানা দর বাড়তে থাকে কোম্পানিগুলো। এরমধ্যে কোম্পানিগুলোর ব্যবসার পতনের খবর প্রকাশও তাতে বাধা হয়ে দাড়াঁতে পারেনি। এমনকি দর বৃদ্ধির পেছনে কোন কারন নেই বলে ডিএসই থেকে সচেতনতামূলক তথ্য প্রকাশের পরে টানা দর বাড়তে থাকে।
এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারন অনুসন্ধান করার জন্য কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি তদন্ত করবে বিএসইসি।