তিন বছরে ৪ দশমিক ০৩ শতাংশ শেয়ার ছাড়তে চায় ওয়ালটন

তিন বছরে ৪ দশমিক ০৩ শতাংশ শেয়ার ছাড়তে চায় ওয়ালটন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে এক বছরের মধ্যে ফ্রি ফ্লোট শেয়ার ১০ শতাংশে উন্নীত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তালিকায় থাকা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তিন বছরের মধ্যে ৪ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছে কমিশনের কাছে। বাকি ৫ শতাংশ শেয়ার পরবর্তী সময়ে ছাড়ার প্রস্তাব দিয়েছে ওয়ালটন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসির কাছে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী তিন বছরে ৪ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার ছাড়ার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে ত্রৈমাসিক কিস্তিতে শেয়ার ছাড়তে চায় তারা। বর্তমানে ওয়ালটনের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার লকইন থাকায় শেয়ার ছাড়ার জন্য অব্যাহতি চাওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে ৪ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার ছাড়ার পর বিদ্যমান দশমিক ৯৭ শতাংশ শেয়ার মিলিয়ে ওয়ালটনের ফ্রি ফ্লোট শেয়ারের পরিমাণ দাঁড়াবে ৫ শতাংশে। বাকি ৫ শতাংশ শেয়ার তিন বছর পর কমিশনের সঙ্গে আলোচনা করে ছাড়তে চায় ওয়ালটন।

প্রসঙ্গত, কমিশনের নির্দেশনা অনুসারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজকে ১০ শতাংশের বাধ্যবাধকতা পূরণ করতে হলে কোম্পানিটিকে আরও ৯ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার ছাড়তে হবে। এছাড়া আইসিবিকে ৬ দশমিক ৮১ শতাংশ ও বার্জার পেইন্টসকে ৫ শতাংশ শেয়ার ছাড়তে হবে। তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ধারণ করা শেয়ার থেকেই এ শেয়ার ছাড়তে হবে। এক্ষেত্রে নতুন করে কোনো শেয়ার ইস্যু করা হবে না।

শেয়ার ইস্যুর জন্য কোম্পানিগুলোকে সর্বোচ্চ এক বছর সময় দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে সর্বোচ্চ ১ শতাংশ করে শেয়ার ছাড়া যাবে। বিদ্যমান বাজারদরে শেয়ার ছাড়তে হবে। প্রতি মাসে শেয়ার ছাড়ার বিষয়টি প্রতিবেদন আকারে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত