বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ফ্যাসিলিটি বাড়িয়ে দিচ্ছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারে দুই হাজার বেডের আইসোলেশন ইউনিট ১০-১৫ দিনের মধ্যে হয়ে যাবে বলে আশা করছি। নর্থ সিটি করপোরেশনের একটি তৈরি মার্কেটকেও এক হাজার ৪০০ বেডের একটি আইসোলেশন হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে যার কাজ চলমান রয়েছে। উত্তরার দিয়াবাড়ির চারটি মাল্টিস্টোরেড ভবনও আমরা নিয়েছি। সেখানে এক হাজার ২০০ বেডের আইসোলেশন ইউনিট করতে পারবো।’
জাহিদ মালেক বলেন, ‘যারা বিভিন্ন মাধ্যমে কথা বলেন, তারা যদি আমাদের পরামর্শ দেন এবং নেতিবাচক কথা কম বলেন, তাহলে সেটা বেশি ভালো হবে। জনমনে দ্বিধা থাকবে না, সবাই মিলে কাজ করলে করোনা থেকে আমরা রক্ষা পাবো।’
তিনি বলেন, ‘টেস্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে এখন আক্রান্তের হার বোঝা যাচ্ছে। টেস্ট যত বেশি করা যাবে, ততবেশি রোগী শনাক্ত করা যাবে, তাকে আইসোলেশনে নেওয়া যাবে এবং নতুন শনাক্তের হার কমে যাবে।’
ভেন্টিলেটর নিয়ে কিছু বিভ্রান্তি হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘আমি সে বিষয়টিও পরিষ্কার করে দিচ্ছি। দেশে বর্তমানে বিভিন্ন হাসপাতালে সাড়ে পাঁচশ’র বেশি ভেন্টিলেটর রয়েছে, কেনার প্রক্রিয়ায় রয়েছে ৩৮০টি। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনও কারণ নেই। আইসিইউ আর ভেন্টিলেটর এক জিনিস নয়; আইসিইউ একটি স্থাপনা, সেই স্থাপনাতে একাধিক ভেন্টিলেটর থাকতে পারে।’