সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বর্তমানে ওই যুবক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি থেকে কেউ বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিভিল সার্জন বলেন, “৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জ জেলায় গার্মেন্টেসে চাকরি করতেন। তার শ্বশুর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। তিনি গত চার এপ্রিল শ্বশুরবাড়ি আসেন। তার করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি ছিল না। ওই যুবক এলাকায় আসার পর তাকে নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এ প্রেক্ষিতে গত ৭ এপ্রিল পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা ঢাকায় পাঠানো হয়।”
বৃহস্পতিবার ওই পরীক্ষার ফলে আসে। যেখানে তিনি করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে বলে জানান তিনি।
সিভিল সার্জন আরো জানান, গত কয়েকদিনে নারায়নগঞ্জ থেকে চাঁদপুর জেলায় ৫৯৪ জন প্রবেশ করেছে। যারা নারায়নগঞ্জে চাকরি কিংবা ব্যবসা করতেন। অনেকের বাড়ি মতলব উত্তর উপজেলায়, অনেকে আত্মীয়তার সূত্রে চাঁদপুরের বিভিন্ন স্থানে আত্মীয়ের বাড়িতে এসে উঠেছেন।
এদিকে, এই যুবক আক্রান্তের দিনেই চাঁদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।