৩০ সেপ্টেম্বর কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২১) জন্য পায়রা পাওয়ার ১০ টাকা দামের প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৩০ পয়সা লভ্যাংশ দেবে। এ হিসেবে মোট ১৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ৫০০ টাকার লভ্যাংশ দেবে কোম্পানিটি।
উল্লেখ্য, ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেডে কেপিসিএলের ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।