শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলবে কাল

শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলবে কাল
পদ্মায় স্রোতের গতিবেগ কমায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।
সোমবার (৪ অক্টোবর) এ রুটে ফেরি চালানো হবে।

জানা গেছে, গত দুইদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র একটি বিশেষজ্ঞ দল সার্ভে করেছে। এসময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। ফলে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সব ফেরিই পুরোদমে চালানো হবে। এজন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. সালাহউদ্দিন বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান বলেন, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। সার্ভে এরইমধ্যে শেষ হয়েছে। সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। সফল হলে পুরোদমে ফেরি চলবে এ রুটে।

উল্লেখ্য, পদ্মাসেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনায় দুর্ঘটনা এড়াতে ১৮ আগস্ট থেকে সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু