তিনি বলেন, ‘রায় কার্যকর হওয়া অবশ্যই স্বস্তির। বঙ্গবন্ধুর আরও এক খুনির মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, সেটা রক্ষা করা হয়েছে।’শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকরের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
আনিসুল হক আরও বলেন, এরা হচ্ছে প্রকৃত খুনি, এদের সমাজে রাখাই উচিত নয়। আমরা মৃত্যুদণ্ড যে কার্যকর করতে পেরেছি, তা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট স্বস্তির বিষয়।
তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, যারা (বঙ্গবন্ধুর খুনি) দেশের বাইরে আছেন আমরা তাদের সবার রায় (স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা মামলার রায়) দেশে ফিরিয়ে এনে কার্যকর করবো।’