চবির ক্লাস শুরু ১৯ অক্টোবর

চবির ক্লাস শুরু ১৯ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর।

রোববার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আমাদের পরীক্ষাগুলো আগে থেকেই চলছে। শাটল ট্রেন ও আবাসিক হলও খুলে যাচ্ছে।

এদিকে ১৬ অক্টোবর থেকে নিয়মিত চলবে চবি শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন। গত ২ অক্টোবর রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানিয়েছেন। সেই সঙ্গে একাডেমিক কাউন্সিলে ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে আবাসিক হলগুলো খোলার বিষয়েও সিদ্ধান্ত হয়।

তবে ১৯ অক্টোবর ক্লাস শুরু হলেও ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সশরীর পাঠদান কার্যক্রম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়