নভেম্বর থেকে পর্যটনের দুয়ার খুলছে থাইল্যান্ড

নভেম্বর থেকে পর্যটনের দুয়ার খুলছে থাইল্যান্ড
বালুকাময় সৈকতের দেশ থাইল্যান্ড আগামী ১ নভেম্বর থেকে দুই ডোজ টিকা নেওয়া ১০টি দেশের পর্যটকদের জন্য তাদের দুয়ার খুলে দিচ্ছে। ওইদিন থেকে করোনার কোয়ারেন্টাইন ছাড়াই পর্যটকরা থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এবং অ্যালকোহল বিক্রির অনুমোদন দেওয়া হবে।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা সোমবার একটি টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, এই ১০ দেশের মধ্যে যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থাকবে। ওই দিন আরও বেশি দেশের পর্যটকদের আগমনের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিবিসি জানিয়েছে, ওই দিন থেকে অনুমতি পাওয়া দেশের দুই ডোজ টিকা নেওয়া পর্যটকদের আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে তাদের যাওয়ার আগে এবং থাইল্যান্ডে পৌঁছে করোনা পরীক্ষা করাতে হবে।

থাই প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই সিদ্ধান্তে কিছু ঝুঁকি রয়েছে। করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।

দেশটিতে ২০২০ সালে করোনার ধাক্কায় পর্যটন খাতে প্রায় ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এ বছরের প্রথম আট মাসে মাত্র ৭০ হাজার পর্যটক সেখানে গিয়েছেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল প্রায় ৪ কোটি।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৮ হাজার মানুষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার