শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, রাতে বৃষ্টির পাশাপাশি রাজধানী ও তার আশপাশে হালকা থেকে মাঝারি বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। তবে ঝড় খুব বেশি সময় থাকার সম্ভাবনা নেই।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় বরিশালের খেপুপাড়ায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এদিনের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে।