রোববার (১৭ অক্টোবর) সকালে সার্কিট হাউসে স্থানীয় চা চাষি ও কারখানা মালিকসহ অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ চা বোর্ডের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রকল্প পরিচালক এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামিম আল মামুন, উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আমির হোসেন, পঞ্চগড় স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েসনের সভাপতি আমিরুল ইসলাম। এতে জেলার বিভিন্ন পর্যায়ে চা বাগান মালিক, ক্ষুদ্র চা চাষি, চা কারখানা মালিকের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগছে ক্ষুদ্র চা চাষিদের জন্য হাতে কলমে বৈজ্ঞানীক পদ্ধতিতে চা আবাদ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় যোগ দেন। ‘উন্নত জ্ঞান, উন্নত চা’ এ স্লোগানে বিভিন্ন এলাকায় ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়।