‘কোনো শিশুকে যেন ঘাতকের গুলিতে প্রাণ দিতে না হয়’

‘কোনো শিশুকে যেন ঘাতকের গুলিতে প্রাণ দিতে না হয়’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত। আগামীতে যেন কোনো শিশুকে ঘাতকের গুলিতে প্রাণ দিতে না হয়।

সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শেখ রাসেল শিশুকালেই ছিল মানবিক গুণসম্পন্ন এক শিশু। বাবা মা সকলকে হত্যার পর সবার লাশের উপর দিয়ে খুনিরা শিশু রাসেলকে কেন হত্যা করলো?

রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। এই দিবসের মধ্যে দিয়ে আগামীর শিশুরা আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বলে আশা প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ২০০১ সালের নির্বাচনের পর যে অগ্নিসন্ত্রাস করেছে সেখানে নারী শিশু কাউকে রেহাই দেয়নি। ১৯ বার আর্মিদের মধ্যে ক্যু করেছে।

শেখ হাসিনা জানান, নোবেল লরিয়েট ফিলোসফার রাসেলের নাম অনুযাযী শেখ রাসেল এর নামকরণ করা হয়েছিল।

শিশু রাসেলের নাম করণের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমাদের পরিবারে পাঠাভ্যাস ভালো ছিল। সবাই বই পড়তো, পড়ে শোনাতো। আব্বা নোবেল লরিয়েট বার্ট্রান্ড রাসেলের ফিলোসোফি মাকে শোনাতেন। তার ফিলোসোফি ব্যাখ্যা করতেন। তিনিও সেটা মনোযোগ দিয়ে শুনতেন। সে থেকে তার নাম রাসেল রাখা হয়।

শেখ রাসেল দিবসে সারাদেশে শিশুদের ৪ হাজার ল্যাপটপ পৌঁছে দিয়েছে আইসিটি মন্ত্রণালয়। একই সাথে ৫টি ক্যাটাগরিতে ৯ জনকে পদক দেওয়া হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু