সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ১৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ১৫.৪২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ১৩ শতাংশ কমেছে।