সূচকের পতনে শেয়ারবাজারে আবারও অস্বস্তি

সূচকের পতনে শেয়ারবাজারে আবারও অস্বস্তি
গত সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের উত্থানের পর কিছুটা স্বস্তি ফিরেছিল দেশের শেয়ারবাজারে। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আবারও সূচকের পতনে অস্বস্তিতে পড়েছে বিনিয়োগকারীরা।

রোববার (২৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত এর পতন হয়। বেশ কয়েকদিন পতনের পর গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) ডিএসইর প্রধান সূচকে ৫৫ পয়েন্ট যোগ হয়। সেদিন বিনিয়োগকারীদের মনে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে এর পরের কার্যদিবসে অর্থাৎ আজ সূচকের পতন বিনিয়োগকারীদের সেই স্বস্তিও কেড়ে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স আগের দিনের তুলনায় ৭০ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে এ সূচকটি ৭ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও প্রধান শেয়ারবাজারের অপর দুই সূচক ডিএসই এস ও ডিএসই ৩০ও আজ কমেছে। এ দুই সূচক আগের দিনের তুলনায় যথাক্রমে ৩০ ও ১ পয়েন্ট করে হারিয়েছে।

ডিএসইতে সূচকের পতন হলেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজারে ১ হাজার ৪৭১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (বৃহস্পতিবার) টাকার অংকে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩১০ কোটি ৯৭ টাকা।



আজ ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরই কমেছে।

রোববার ডিএসইতে মাত্র ৫৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। দর কমেছে ২৯২টির। এছাড়াও ৪৮ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৯ পয়েন্ট কমে ২০ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত