রোববার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি বছরে কোম্পানিটি ৬০৭ কোটি ১ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪৯০ কোটি ৮৭ লাখ টাকা। বছরের ব্যবধানে তিন প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আহরণ বেড়েছে ১১৬ কোটি ১৪ লাখ টাকা বা ২৩ দশমিক ৬৬ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটি প্রথম বছরের প্রিমিয়াম পেয়েছে ২৩৫ কোটি ৭৪ লাখ টাকার। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬১ কোটি ৭৮ লাখ টাকা। গত বছরের তুলনায় প্রথম তিন প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে ৭৩ কোটি ৯৬ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৪৫ দশমিক ৭২ শতাংশ।
অপরদিকে বছরের প্রথম তিন প্রান্তিকে নবায়নকৃত প্রিমিয়াম আহরণ হয়েছে ৩৭১ কোটি ২৭ লাখ টাকার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২৯ কোটি ৯ লাখ টাকার। আগের বছরের একই সময়ের তুলনায় নবায়নকৃত প্রিমিয়াম বেড়েছে ৪২ কোটি ১৮ লাখ টাকা বা ১২ দশমিক ৮২ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির লাইফ ফান্ডের আকার ছিল ৪ হাজার ৭ কোটি ৪৮ লাখ টাকা, যা বেড়ে ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ৪ হাজার ১১২ কোটি ২১ লাখ টাকায় উন্নীত হয়েছে। গত নয় মাসে লাইফ ফান্ড বেড়েছে ১০৪ কোটি ৭৩ লাখ টাকা।
প্রিমিয়ামে উচ্চ প্রবৃদ্ধির বিপরীতে ব্যয় কমেছে কোম্পানিটির। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে মোট প্রিমিয়ামের বিপরীতে ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ৩৭ দশমিক ২৩ শতাংশ। আগের বছরের একই সময়ে তা ৪১ দশমিক ৩০ শতাংশ ছিল। আগের বছরের তুলনায় ব্যয় কমেছে ৪ দশমিক ০৬ শতাংশ।